আমি কবি, মৃত্যুঞ্জয়ী প্রাণ
গ্রন্থের পাতায় লুকিয়ে আমার ঘ্রাণ।
লেখা ও কাজের মাঝে উজ্জীবিত জাগরিত
আমার কাছে হয়না কেউ বিতাড়িত প্রতারিত।
আমি সিন্ধু বক্ষে জেগে ওঠা দ্বীপ
ঘরে ঘরে প্রজ্জলিত মঙ্গল প্রদীপ।
শত দুঃখ কষ্টেও অটল অবিচল
মা-মাটি-মানুষের অমৃত টানে লুটায় চঞ্চল।
ভিসুভিয়াসের অগ্নি হয়ে জ্বলতে পারি জ্বালাতে পারি
প্রিয়ার চোখ অশ্রু দিয়ে ভাসাতে পারি।
আমি কবি, পাখি হয়ে মেঘ হয়ে উড়ে চলি
কখনো বা মুষল ধারায় বৃষ্টিতে প্লাবন ঢালি।
ফুলের হাসিতে ভরাতে পারি সব অন্তর
নব নব রূপে গড়ে তুলি প্রাসাদ প্রান্তর।
সময়কে বেঁধে রাখি মহাকালে
চন্দন টিপ দিই স্রষ্টার ভালে।
নতজানু হই তার কাছে
যে স্বর্গ নরক বক্ষে ধরে আছে।
স্থির হয়ে ভ্রমণ করি যে বিশ্ব
সর্বস্ব লুটিয়ে তবুও হই না নিঃস্ব।
আমি কবি, দ্বারে দ্বারে জনে জনে মুষ্ঠি ভিক্ষা করি ভালোবাসা,
মানবের প্রাণে নিয়ত জাগাতে পারি আশা।
সমাজের পাপ ও পূণ্যের বেড়াজাল ভাঙি
সাগর পাতাল থেকে সত্য মুক্তা তুলে আনি।
করি না আপোষ নির্ভয়েই চলি পথ
উপেক্ষা করি যে, শাসক-শোষকের বিরূপ মত।
আমি মৃত্যুঞ্জয়ী প্রাণ
সাহিত্যের পাতায় পাতায় লেখা এক অমর আখ্যান।।
৭ জুলাই, ২০২১। শ্যামলী, ঢাকা।।