বর্ষার জল শুকায় খাল-বিল-নদী পুকুর নালায়
মাছ ধরার প্রতিযোগিতা চলে এই গ্রাম বাংলায়।
বাজার ভরে, পুটি, টাকি, কৈ, পাবদা, শোল, বোয়াল মাছে
মন ছোটে খইরা, মলা, ভেদা নানা রঙা মাছের পিছে।
বাঁশের পাতায় রৌদ্র হাসি, ঝিকমিক উঁকি, চমকায়
সপ্তপর্ণা ছাতিম শাখারা, হেলে দুলে ডাকে ইশারায়।
গাছের ছায়ায় মিলেমিশে ছুটি প্রাণ ভরে শ্বাস নিতে
যেমন করে তোমার কাছে ছুটে চলি সারদ প্রভাতে।
শেফালি কামিনীর সুগন্ধ ভুরভুরে আমেজে প্রাণান্ধ
চৌদিকের গোলাপ বকুল মাধবী শাপলা কাশ ফুল।
কলমিলতায় ফোটে বোল, দোদুল দোল দোদুল দোল
আশ্বিনেতে দমকা হাওয়া, প্রিয় পানে একটু চাওয়া।
নীল সে আকাশ শুভ্রতায়, মন ছুটে যায় মৌনতায়
অস্থির সময় উষ্ণতার, দেখি খেলা মেঘ বালিকার।
কিশোর বেলায় ফুল তোলা, মনে পড়ে কি সেসব তোর?
অচেনা শহর শত মুখ, আসেনা হৃদয়ে সেই ভোর।
ক্রমে ঋতু যায় ঋতু আসে, দেখি না তোর সেই চাহনি
অন্যের ঘরে, ওড়না তলে, লুপ্ত গুপ্ত আজ শঙ্খ চুনি।।
২২.৯.২০১৭ ।। শ্যামলী, ঢাকা।। বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে নেয়া