কল্পনা ঘোড়া চলে টগবগ করে
শৈশবের দুরন্ত স্মৃতির নদী তীরে।
খরস্রোতা সে নদী যেমন ভেসে চলে
প্রাণোচ্ছ্বল আনন্দ হাসির পাল তুলে।
কত ছবি গান আনন্দের অবিধান
জমে আছে এলবামে স্মৃতি অভিমান।
সেই সদা হাসিমুখ যেন উবে গেছে
আজ কর্ম ব্যস্ততার চোরাবালি মাঝে।
মাঝে মাঝে হাতরে খুঁজি মধুর স্মৃতি
তুলে আনি হার মুক্তা মানিক মতি।
তখন আনন্দ দেহ মনে রাশি রাশি
পৌষ মাসে দেহ পরে যেন রৌদ্র হাসি।
পেলব হাতে পেলব দৃষ্টি আহ মিষ্টি
কোথায় হারালো সেই সুন্দর সুখ বৃষ্টি।।
সেই প্রিয় মুখগুলো হারালো কোথায়
সূর্যোদয় থেকে সূর্যাস্তের মগ্নতায়।।
১১ মে, ২০১৯।। শ্যামলী, ঢাকা।