স্মৃতির জানালা : কামরান চৌধুরী

পুরনো স্মৃতি হাতরে চলেছি তোদের মুখে চেয়ে
সূর্য ঘড়িটা হেলেছে কখন দিগন্ত পাড়ে যেয়ে।
বুকের মধ্যে হাহাকার ধ্বনি হারালো কত ক্ষণ
তোদের দেখার জন্য আমার কাঁদে যে দেহ-মন।

আকাশে বাতাসে আবির ভাসে হাসির সপ্তডিঙ্গা
স্মৃতির জানালা সুখ-দুখে আলোকে হয় রাঙ্গা,
জোয়ার এসেছে সুখের নদীতে আত্মহারা মন
লুপ্ত যৌবন এসেছে ফিরে তোদের পেয়ে এখন।

সেসব কথায় বুকে আজো বসন্ত হাওয়া খেলে
অলস মনে বৈশাখি ঝড়ের পালেতে টান মেলে
উদাস মন পারেনা মিশতে আগের উচ্ছ্বলতায়
ঝরাপাতা বিবর্ণ মলিন শীতের কুহেলিকায়।

অশ্বথ ছায়ে ফুলের বনে ভোরের আলো মেখে
কাটিয়ে দিতাম সারাটি দিন, কাজের কথা রেখে।
জীবন স্রোতে আমরা এখন গিয়েছি দূরদেশ
ব্যস্ততা কাজে ভুলেছি বন্ধুত্ব নেই সেই আবেশ।

অমৃত সুধা করিযে পান হৃদয়ে ঝরনা ধারা
রিনিঝিনি হাসির শব্দেশব্দে ভূবন মাতোয়ারা,
অন্তর্যামী অন্তরের বাসনা, পূর্ণ করেছো আজি
আগলে রেখেছি দিনরাত্রি ফুলের ডালা সাজি।

মিলনমেলা প্রাণের মেলায় সুগন্ধ যে ছড়ায়
একটু হাসি সকল প্রাণে কৃষ্ণেরবাঁশি বাজায়।
জমিয়ে রেখেছি সুখ দুখ এমন দিনের তরে
ছড়িয়ে দেব আজকে আয় বুকটি উজার করে।

স্মৃতির জানালা খুলে আসে রৌদ্র, আসে কষ্ট নীল
স্বপ্ন পায়রা উড়েছে কোথায়, পাইনা ছন্দমিল।।

৪ ফেব্রুয়ারি, ২০১৭

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top