ভোরের পাখি ডাকছে তোমায়
নয়ন মেলে জাগো না ভাই
আঁধার সরে ফুটলো আলো
অনিন্দ্য সময় বয়েই গেলো।
দেখোনা প্রকৃতি হাসছে কতো
শান্ত স্নিগ্ধ অরণ্য যতো।
মনের সাগর আকাশে মিশে
উদাসী ডানায় চলে সে ভেসে।
চলার শক্তি কাজের শক্তি
প্রেরণা ভক্তি সাধনা মুক্তি,
পুলকে পুলকে ভরায় মন
আবেশে সুবাসে ছড়ায় ধন।
থেকোনা আর নয়ন বুজে
নিসর্গ রয়েছে সেজেগুজে।
জাগোরে জাগো ওঠোরে ওঠো
ছড়াও সুখ মুঠো মুঠো ।
জড়তা কালিমা দাওগো মুছে
না হলে জীবন কাটবে মিছে।।
তারিখ : ০৪.০৪.২০১৬