তুমি আমার পৃথিবী
তুমি আমার মা,
তোমার কোলেই বেড়ে ওঠা
পায়ে পায়ে চলতে শেখা।
তোমার পরশে ঘুমিয়ে পড়া
তোমার পরশে জেগে ওঠা।
তোমার সৌরভে সতেজ থাকা
স্নেহ-মমতা আদর মাথা।
না পেলে মা তোমার পরশ
হোতো কি মা এ মন সরস।
তোমার যতন ছাড়া মাগো
আমি মানুষ হতাম না।
তোমার ছায়া জীবন মাঝে
কর্ম কাজে সকল শ্বাসে;
তোমার আলো তোমার তেজ
জাগায় বুকে সাহস বেশ।
সেই তুমি মা চলে গেলে !
জীবন আমার শূন্য করে।
তারার দেশে চলে গেলে
একলা আমায় ফেলে গেলে!
তবু জানি আছো আজো
সঙ্গে আমার সঙ্গে মাগো।
তুমি যে আমার চাঁদের আলো
জীবন মাঝে ভোরের আলো।
তোমার মুখের মাঝে দেখি
বিশ্ব রূপের আধার ছবি।
চোখের পাতা এক করি না
মাগো তোমায় ভেবে ভেবে,
কপালে মোর হাতটি রেখে
ঘুম যে পাড়াও চুমু দিয়ে।
সেইসে আদর পাবো কোথা
গেছো চলে স্বর্গ যেথা।
তবু আশির্বাদী হাতটি রেখো
মাথায় আমার হাতটি রেখো।
তারিখ : ২৫.১১.২০১৫ -মা দিবসের কবিতা- (কলকাতায় আমার বান্ধবী রুমা সমাজদার এর মা’য়ের মৃত্যুতে লেখা)