ভালোবাসি তোমায় তাই তোমার কবিতা ভালো লাগে
ভালোবাসি তোমায় তাই তোমার কথা প্রাণে লাগে
ভালোলাগে তোমার সাথে কথায় কথায় স্বপ্ন দেখতে
ভালোলাগে তোমার কথা শয়নে স্বপনে মনে ভাবতে।
মুঠোফোনে গল্পের ছলে তোমার সাথে সাথে থাকতে
এইটুকু চাইছি তোমার সাথে সময়টা পার করতে।
হাতধরে বসবো কোথাও এমনটা কতবার ভেবেছি
বলিবলি করেও বলিনি তোমায় বেশিকিছু কি চেয়েছি ?
দিয়েছিতো তোমায় যাছিল আমার সবই উজার করে
তবুও কি তৃপ্ত হয়নি মন আরো কিছু নেবার তরে ?
আকাঙ্খার শেষ হয়না কখনো আরো চাই আরো চাই সে
ভালোবাসা পিছে পড়ে রয় যন্ত্রণায় যন্ত্রণায় ছটফটাচ্ছে।
কল্পনার ঘুড়ি আকাশে উড়াই লাটাই সুতার টানাটানি
বাস্তবের হাত বড়ই কঠিন হাতুড়ি শাবলে খুনোখুনি।।
তারিখ : ২২.০১.২০১৬