যারাই মুমিন তারাই সফল
জান্নাতেরই অংশীদার
কোরান মাঝে মুমিনুন সুরায়
তারই কথা বর্ণনায়।
তারাই সফল তারাই মুমিন
নামাযে বিনয় নম্র রয়।
অনর্থ কথায় থাকে যে দূর
নিরবতায় মিশে যায়।
যাকাত দেয় মালের পরে
পবিত্রতা শুদ্ধতায়।
যৌনাঙ্গ করে হেফাজত নিজে
ব্যাভীচারে বিরত রয়।
অন্যত্র কামে যে রত রয়
সীমা লঙ্ঘনকারী ধরায়।
প্রতিজ্ঞা আর আমানত রক্ষা
নামায হেফাজতকারী হয়।
তারাই উত্তরাধিকারী হবে
আল্লাহ কিতাবে কয়।
স্বর্গোদ্যানে থাকবে সেথায় যেন
অনন্তকাল আনন্দ সহায়।।
তারিখ -৩০.১০.২০১৫ (সুরা মুমিনুন : সুরা নং-২৩: আয়াত-১-১০)