যদি ভালোবাসো দেশ
তবে ছাড়ো ভন্ড বেশ।
ভালো করে চেয়ে দেখো নিজ চারপাশে
ঘিরে আছে যত সব চাটুকার বেশে।
ছিল যারা রুগ্ন শুষ্ক আর বিবর্ণ পান্ডুর
আজ তারা তরতাজা, রক্তকণা দূষণ অঙ্কুর ……
কোন যাদু বলে সব, গড়ে ইমারত, মোটা অর্থকড়ি
গর্বে দর্পে ঘোরাঘুরি যত্রতত্র বাড়াবাড়ি !
সানগ্ল্যাস পড়ে দেখো? আর মিটিমিটি হাসো?
লোক দেখানো ভোড়ং, ভাওতাবাজির খেলা ভালোবাসো?
প্রজন্মকে করে পঙ্গু, মেরুদন্ড সে তো ভঙ্গু
শিখছে না, সে যে কিছু, ছোটে নম্বরের পিছু;
ডিগ্রি ভারে ন্যুজ দেহ তবু পায়না চাকরি কেহ
কি যে শিখছে প্রজন্ম ! দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দেয় হয়ে হন্য।
নীতি নৈতিকতা ভুলে… ছুটছে সবাই… কোন মোহে দুলে দুলে ?
নেই সততা-আদর্শ, আর মনুষত্ব জ্ঞান, অসুস্থ প্রতিযোগিতা, জীবন যে ভুলে ভুলে।
কেন এতো কচলাউ ইতিহাস? জনতার কথা ভাবো, বর্তমানে থাকো
অতীত-ভবিষ্যতের কথা বলে বলে কেন- বর্তমান ঢাকো?
ক্ষমতার মোহে ডুবে, যতো সব চোর লুটেরাকে পুষো……..
আর সত্যবাদীদের দুষো। নিরিহদেরকে দুষো।
কভু দেখতে পাও কি জনতার কান্না ?
চোখে মুখেতে তাদের পাহাড় সমান ঘেন্না।
দায়িত্বের হেলা-ক্ষয়, দেশপ্রেম অবক্ষয়, চোখে নেই লাজ লজ্জা ভয়।
দেখে যাই চারপাশে নীতিহীন মানুষের জয়, জয়, আর জয়।
সাধু বেশে চোর ঘুরে দেশময় সুযোগে করে হাত সাফাই
রুখবে, শাসাবে তাকে, এমন সাহস কার? এরা থামবে কোথায়?
ভাবো….. পঞ্চাশ বছরে চোরের খনি বেড়েছে কতগুণ?
দেখেছো কখনো নিজ মুখ রেখে দর্পনে দর্পন?
নিজ পুজা, ব্যক্তি পুজা, অর্থ পুজা, ক্ষমতার পুজা
যতদিন রবে ততদিন…. জনতা পাবে কি সুফল… এ ভবে।
সৎ যোগ্য মানুষেরা কোণঠাসা হয়ে আছে
যা আছে সম্মান, ভয়ে থাকে চলে যায়… তাও যদি পাছে।
চারদিকে চেয়ে দেখা……. মানবতার শতত পরাজয়
অশুভ শক্তির জয়, অশুভ চিন্তার জয়।
রাজদন্ড হাতে যার, জাগুক বিবেক তার,
আশায় আশায় থাকি বারবার, জাগবার।
দেখো….. আসবে সুদিন, ঘুচে যাবে জনতার ঋণ
সব অশুভ অন্যায় মুছে হৃদয়ে বাজবে বীণ।।
২৩ আগস্ট, ২০২২।। শ্যামলী, ঢাকা।।