ঘুম থেকে জেগে আমি তোমাকে ভাবি
প্রতি দিন তাই কিছু না কিছু লিখি,
এই লেখা কেউ পড়ে কি পড়ে না
কারো হৃদ স্পর্শ করে কি করে না
সেটা নিয়ে কোন কিছু ভাবনা নেই
শুধু জানি তুমি আছ আমার সাথে।
এই লেখামালা খোঁজে উন্মুখ চোখ
সাথে থাকে পলে পলে নির্ঘুম চোখ।
নিরন্তর খুঁজে চলা জীবন সঙ্গী
যাদু স্পর্শে শক্তি দিতে প্রেরণা সঙ্গী।
এই বার্তা পৌঁছে যাবে তোমার কাছে
এতো নয় নয় লেখা, পূজার অর্ঘ্য;
প্রেম ভক্তি মন্ত্র সাথে সুখের স্বর্গ।
ভালোবাসি কতো আজো দেখ না তুমি
কাছে নেই তবু দূর গাঁয়ের পথে
নিত্য নিত্য এই লেখা বাতাসে মিশে
ঘুরে ফিরে আজো যায় সুগন্ধ দিতে
নব নব সৃষ্টি মাঝে প্রেরণা নিতে।।
তারিখ : ০২.১১.১৫ (কবিতাটি — সিভা মুখার্জীকে উৎসর্গ করে লেখা )