বিজয় মানে স্বপ্নের জয়
পরাজিত শত্রু
সজীব প্রাণে আনন্দ খেলা
মুছে ফেলা অশ্রু।
বিজয় মানে প্রভাত আলো
গর্ব সিন্ধু বেলা
ফাগুন রঙে সাজানো দিন
উৎসব খেলা।
বায়ান্ন থেকে একাত্তর যে
রক্ত ঢেলে চলা।
শত্রু হননে দৃঢ় বাঙালি
মুক্ত কণ্ঠে বলা।
মুক্তি পাগল দামাল ছেলে
কেড়ে আনে সূর্য
বীরের বেশে পতাকা তোলে
গর্ব শৌর্য বীর্য।
বিজয় মানে শ্রদ্ধা স্মরণ
বীরত্বের গাঁথা
রক্ত শহীদে আজন্ম ঋণ
শ্রদ্ধা নত মাথা।
বাংলা-জাতি-সংস্কৃতির
জাগরিত সত্ত্বা
দৃঢ় শপথে এগিয়ে চলা
নিত্য নিরাপত্তা ।।
১৬ ডিসেম্বর ২০২২।। শ্যামলী, ঢাকা।।