বিজয় : কামরান চৌধুরী

লড়াই আনে অর্জন বৃথা নয় বিসর্জন
সুফল সুদিন আসে স্বপ্ন সুখের গর্জন।
দামাল ছেলের প্রাণ আনে নতুন প্রভাত
দুঃখ ঘুচিয়ে দিয়ে জানায় সে সুপ্রভাত।

ন’মাসে লেখা কবিতা সেই সে মুক্তির দিন
বিজয় গৌরবে গাঁথা বাংলাদেশ স্বাধীন।
বাঙালি রাখবে ধরে স্বাধীনতার সম্মান
শত বছরেও যাবে না মুছে স্মৃতি অম্লান।

মুক্তিযুদ্ধের বিজয় সে আমার অহঙ্কার
বিজয়কে সমুন্নত করি দৃঢ় অঙ্গীকার।
প্রাণ দিয়ে রক্ত দিয়ে, এনে দিলে স্বাধীনতা
ভুলবোনা কোনোদিন তোমাদের স্মৃতি কথা।

বাংলার মাঠজুড়ে সবুজ শ্যামল বন
মমতায় জড়াজড়ি করে চির মুগ্ধ মন।
লাঞ্চনা বঞ্চনা শেষে স্বপ্নপূরণের দিন
মুছে দিব একেএকে আছে যতটুকু ঋণ।

বিজয় মানে অর্জন নিজের জন্য অর্জন
কানেকানে প্রাণেপ্রাণে প্রিয়জনের গুঞ্জন।
বিজয় মানে আনন্দ মুক্ত কণ্ঠে কথাবলা
নিজস্ব পতাকা আর মানচিত্র এঁকে চলা।
বিজয় সেতো উচ্ছ্বাস চির বুকভরা শ্বাস
মুক্ত প্রেম ভালোবাসা আহা অনঢ় বিশ্বাস।

ছন্দতালে চলা নদী, জলে ভরা কুলকুল
সকল মুখেতে হাসি, হৃদয় যে চুলবুল।
পাখি ডাকা ভোরে কচি ঘাসেঘাসে মুক্তদানা
রবিস্পর্শে ঢেউ খেলে, রঙ আলোক অজানা।

বিজয়ে খুশির বন্যা পাই যে নায্য পাওনা
আপন সুরেতে গান প্রকাশে নেই যে মানা
বিজয়ে উন্নত শির, চির গর্বোদ্ধত বুক
ত্যাগ তিতিক্ষার শেষে ফিরে পাওয়ার সুখ।
বিজয়, সে দেশপ্রেম, সাহস-শপথে কাব্য
ভালোবাসি তোমাকেই মন জাগরুক নাব্য।।

১৫ ডিসেম্বর ২০২১।। শ্যামলী, ঢাকা।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top