ভুলবো না তোমাদের : কামরান_চৌধুরী

সূর্যসন্তান সূর্যত্যাগে জীবন দিলে,
দেশ জাতির প্রেরণার কেন্দ্রবিন্দু হলে; বুদ্ধিজীবী তোমরা
উদ্দীপ্ত করেছো জাতিকে স্বাধীকার আন্দোলনে-মুক্তিসংগ্রামে
স্বাধীন হয়েছে দেশ, তোমাদের আত্মত্যাগে, দেশপ্রেমে।
তোমাদের বুকে ছিল, প্রেম-ভালবাসা, স্বদেশ গড়ার তীব্র আশা
ছিল গড়ার সুসম সমাজ, ভিন্ন জাতি, ভিন্ন পতাকা, সম্মান তীয়াশা।

পরাজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার করে ফন্দি
আত্মসমর্পনের আগে রাজাকার আলবদরের কালো সন্ধি।
যারাই ছিল জাতির উৎস চিন্তা শক্তির, প্রেরণা, ভরসাস্থল
নীলনক্সায় ঘৃণ্য পরিকল্পনা আঁকে, নিধনে তাদের লক্ষ্যস্থল।
শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, দার্শনিক, প্রকৌশলী, শিল্পী
কবি-সাহিত্যিক হারিয়ে পুষ্পোদ্যান হলো শ্মশান গোরস্থান।

রাজাকার আলবদর পাকিস্তানি হানাদার
জাতিকে করে মেধাশূন্য, মাতৃকোল শূন্য, দেশজুড়ে সেকি হাহাকার!
বুলেট বিদ্ধ ক্ষত-বিক্ষত, গলিত বিকৃত দেহ বধ্যভূমে নিথর
বিভৎসতা দেখে সাধারণ জনতা হতভম্ব বেদনায় পাথর।

দেশের তরে দশের তরে, জীবন দিলে মাটির তরে
আজকে তাই তোমাকে স্মরি, বুকের মাঝে গর্বে ধরি।
তোমাদের রক্ত প্রাণের ঋণ, হবে নাতো শোধ
দেশ মুক্ত-স্বাধীন, নিয়েছে চরম প্রতিশোধ।

তোমাদের আদর্শ চেতনা বুকে করে ধারণ
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে করে বিচরণ।
শ্রদ্ধায় নত প্রাণ, স্মৃতিতে জাগরুক অম্লান
তোমাদের স্মরি চিরদিন, বিনম্র শ্রদ্ধায়, সম্মানে সম্মান।।

তারিখ- ১৪.১২.২০২৪।। উত্তরা ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top