কামরান চৌধুরীর কবিতা

রাজ বিবেক : কামরান চৌধুরী

যদি ভালোবাসো দেশতবে ছাড়ো ভন্ড বেশ।ভালো করে চেয়ে দেখো নিজ চারপাশেঘিরে আছে যত সব চাটুকার বেশে।ছিল যারা রুগ্ন শুষ্ক আর বিবর্ণ পান্ডুরআজ তারা তরতাজা, রক্তকণা দূষণ অঙ্কুর …… কোন যাদু বলে সব, গড়ে ইমারত, মোটা অর্থকড়িগর্বে দর্পে ঘোরাঘুরি যত্রতত্র বাড়াবাড়ি !সানগ্ল্যাস পড়ে দেখো? আর মিটিমিটি হাসো?লোক দেখানো ভোড়ং, ভাওতাবাজির খেলা ভালোবাসো?প্রজন্মকে করে পঙ্গু, মেরুদন্ড সে […]

রাজ বিবেক : কামরান চৌধুরী Read More »

তমাল তলে : কামরান চৌধুরী

তখন ছিল ততোধিক শীত, তদুপরি অপেক্ষা, তুমি আসবে তাই।তমাল তলে তিলোত্তমা রূপে দেখেছি তোমায়,তন্বী তনুর ভাঁজ তন্নতন্ন করেছি পরখ।তড়তড় করে তক্ষক ছুটে তপোভঙ্গ করে দেয় আমার। তীব্র তীক্ষ্ণ তিয়াষ তারুণ্যে তোলপাড়তোড়ণ গুল্মলতার, ফুলের তোড়া হাতে এগিয়ে যাইতর্জনে, তাণ্ডবে তোলপাড় বুকের ঘর,তমাল তলে তখনি আসে ভালোবাসার ঝড়;তোড়জোড় প্রকৃতির মাঝে, তপন যাচ্ছে ডুবে।তাল সুর তান তরঙ্গ মাঝে

তমাল তলে : কামরান চৌধুরী Read More »

কৃষ্ণ আলোয় : কামরান চৌধুরী

ভগবান, তুমি যুগে যুগে, অবতার পাঠিয়েছো, এই ধুলির ধরায়শতকোটি মানুষের তরে আলোর দিশারী করে, পাঠালে যেন কৃষ্ণকে। ঘনকালো কৃষ্ণবর্ণ দেহ, চোখে ঔজ্জ্বল্য দীপ্তির আভা, মর্মকুটধারী;কখনো সেতো শিশু দেবতা, কখনো রঙ্গকৌতুকপ্রিয়, আদর্শ প্রেমিক কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের সারথি, পথ প্রদর্শক, রাজপুত্র।কখনো কূটনীতিক, বংশী বাদক, নায়ক, কখনো সর্বোচ্চ ঈশ্বর। ভাদ্রমাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠায় এলো কৃষ্ণভগবান

কৃষ্ণ আলোয় : কামরান চৌধুরী Read More »

যদি বেঁচে থাকি : কামরান চৌধুরী

যদি বেঁচে থাকি,তবে, আবারও দেখা হবেপৃথিবীর রূপ-রস-গন্ধ মাখা যাবেঅমৃতের স্বাদ নেবো সকলেই মিলে।চারদিকে মৃত্যুর ইশারাবেড়িয়ে যেওনা ঘর ছেড়ে কোনো ফাঁকে।আলেয়ার হাতছানি সেথামনকে বোঝাও, সান্তনা দাও, ধৈর্য্ ধরনিজের মাঝে নিজেই প্রতিরোধ গড়। যদি বেঁচে থাকিআবার যাবো তোমাদেরই কাছেসাগর-পাহাড়, বিপনি বিতানে;চেনা পথ, অচেনা শহর, অচেনা মানুষ খুশিতে বরণে।ব্রহ্মপুত্র তীরে যাবোবনজ্যোস্নায় নিরবতার শব্দ নেবোদেখবো দু’জনে তারার মিলন।ফাগুন হাওয়ায়

যদি বেঁচে থাকি : কামরান চৌধুরী Read More »

আজকে আমার জন্মদিন : কামরান চৌধুরী

আজকে আমার জন্মদিন,ফুল বার্তায় শুভেচ্ছা দিন।মনের পর্দায় কত ছবিবসন্ত সৌরভে জাগে রবি। আসলো বাণী আসলো ফুলহৃদয় নাচে দোদুল দুল।অঞ্জলি ভরা ফুলের ডালিমুছিয়ে দিল দুঃখ কালি। কথার ছন্দ হাসি আনন্দজাগালো বুকে সুর অনিন্দ্য;রংধনু রং মেখে মেখেএকসাথে হই সুখে দুখে। ভালোবাসা শুধু ভালোবাসাজীবন ভর এটুকু আশা।এমনি করে জীবন ভেলাযাকনা কেটে বাকিটা বেলা। আজকে আমার জন্মদিনহৃদয় কোণে আনন্দ

আজকে আমার জন্মদিন : কামরান চৌধুরী Read More »

সন্ধ্যা নেমেছে মনে : কামরান চৌধুরী

মনের আকাশে মেঘ কতদোলায় দোলায় ভাসে শতদুঃখ সুখের ছন্দ দোলাজীবন রাঙায় হয় ভোলা। হালকা জমাট মেঘ ভেলাবুকের ভেতর করে খেলা,পরশ তোমার মিশে রয়উচ্ছল উজ্জল রৌদ্রময়। সন্ধ্যায় পাখিরা ডানা মেলেআপন নীড়েতে ছুটে চলে,আঁধারে আকাশ তারাময়নিয়ত নিরবে জেগেরয়। জেগেছে প্রকৃতি নবসাজেসন্ধ্যার আলোর সুরবাজেমিশেছে এখানে স্মৃতি বুকেদেখনা কেমনে গায়ে মাখে। ছিলাম এখানে তুমি আমিএকান্ত একাকী সেই আমিআজও জেগেছি

সন্ধ্যা নেমেছে মনে : কামরান চৌধুরী Read More »

গোপন প্রণয় : কামরান চৌধুরী

তোমার আমার গোপন প্রণয়, গোপন অভিসারদেখবে না কেউ আড়াল থেকে, প্রেমের এ প্রলয়। নিশুতি রাতের আঁধারে দুজন করবো আলিঙ্গনসঙ্গমে সেথায় উঠবে প্রলয় আনন্দ জয়গান। সুখের নিশান উড়ায়ে এবুকে বসন্ত কলরবঘুমের আবেশ কাটবে না বেশ সুখের উৎসব।এ মন আমার ভাসলো কোথায়, কোন সে আকর্ষণেসুখের এ ঘর ছাড়লো নিমেষে, প্রেমের বরিষণে। গোপন প্রেমের বাঁধন মধুর, যায় না

গোপন প্রণয় : কামরান চৌধুরী Read More »

কবিতা আমার : কামরান চৌধুরী

কবিতা আমার চির ভালবাসাকবিতা আমার শত স্বপ্নআশাকবিতা মাঝেই জেগে থাকিকবিতা মাঝেই বেঁচে থাকি। কবিতা মানে জীবন ছবিশক্তি সাহস আলো রবি।কবিতায় দেখি প্রিয় চোখভাবনায় ঢাকি জীবন দুখ।কবিতায় আঁকি ক্ষুধা দ্রোহরক্ত কণায় যৌবন মোহ। কবিতা মাঝে সুখের বাসাহারানো বুকে পাই যে আশা।কবিতা হলো দিনের আলোশুদ্ধতায় ঢাকে বেদনাগুলোপ্রকৃতির বুকে ফুলের ঘ্রাণঅন্তর মাঝে সুবাসিত প্রাণ। কবিতা ছন্দে তোমায় খুঁজিসুন্দর

কবিতা আমার : কামরান চৌধুরী Read More »

উষ্ণ শীতল : কামরান চৌধুরী

কি জানি কেন, কি থেকে কি হলোতোমার আমার সম্পর্কটা শীতল হলো। খুবতো ছিল মধুময় দিন বাজিয়ে কৃষ্ণবীণমনে হতো তুমিও রাধার মতো উদাসীন। তুমিও দূরে আমিও দূরে অনেক দূরেঘড়ির কাটা তবুও যেন চলেছে ঘুরে। সময়ের চোরাবালি জাপটে ধরে জীবনখড়কুটো ধরে তবু চলেছি ভেসে মোহন। গোলাপের পাপড়িগুলো বৃন্তমাঝে আটকেক্রমান্বয়ে আলগা হয়ে ঝরে পড়ে ছিটকে। মিশেছে স্রোতধারা অনন্ত

উষ্ণ শীতল : কামরান চৌধুরী Read More »

কংলাক পাহাড় চূড়ায় : কামরান চৌধুরী

পাহাড় মেঘের মিতালী দেখেছি, কংলাক পাহাড় চূড়ায়সাজেক ভ্যালীর সুউচ্চ চূড়ায় প্রশান্তির আবেশ ছড়ায়।লুসাই ত্রিপুরা নৃগোষ্ঠী সেথায় গড়েছে মনোরম আবাসভ্রমণ পিয়াসী মানুষ দ্যাখে যে, এ আদিম জীবনের বাস। কমলা হলুদ-আদা জুমচাষ জীবিকা ও খাদ্যের উৎসকংলাক ঝর্ণা বাতাসের শব্দ, সেথা প্রাণ চাঞ্চল্য প্রকাশ্য।সবুজে ঘেরা প্রকৃতিরা যেখানে বড়ই আপন করে রাখেপাহাড়ে নড়বড়ে কাঠের ঘর, তাদের কষ্টের ছবি আঁকে।

কংলাক পাহাড় চূড়ায় : কামরান চৌধুরী Read More »

থেকো না দূরে : কামরান চৌধুরী

দূরে সরে গেছো তুমি আমার ভূবন থেকেহৃদয়টা মরুভূমি অযতনে ফেলে রেখে।চোখেতে ঝরনা আসে অবিরত ঝরঝরদীর্ঘশ্বাস রুদ্ধশ্বাসে শূন্যবুক খরখর। বসন্তে পাতারা ঝরে নতুন পাতার কুশিআসবে আবার ফিরে ভাবনা কণায় খুশিদিইনি যে ভালোবাসা দেবো তা দু’হাত ভরেযত্নে যত্নে পূর্ণ আশা, তুমি এসো বুক ঘরে। ক্ষুদ্র এই জীবনটা সময় যে বড় স্বল্পহাসি খুশি হৃদয়টা প্রসন্ন রাখো না অল্পআমাদের

থেকো না দূরে : কামরান চৌধুরী Read More »

মিলন তৃষ্ণা : কামরান চৌধুরী

নদী চলে একে বেঁকে বহুপথ ঘুরেউৎস থেকে মিলন মোহনার তীরেসব নদী পায় না যে মিলন ঠিকানাঅন্য স্রোতে মিশে যায় হয়েই অচেনা। মানবের এ জীবন ঠিকই তেমনসংসার গৃহ ভূমে নিত্যই ভ্রমণ।স্বপ্ন সুখ পূর্ণতার হাতছানি দেয়ব্যর্থতার চোরাবালি কুরে কুরে খায়।যন্ত্রণায় হতাশায় কেউ মত্ত, বন্দিঋদ্ধতার শুদ্ধতার দিনরাত ফন্দি। আকাশের মেঘকণা যায় উড়ে উড়েপাখিসব দিন শেষে আসে নীড়ে ফিরে।নীড়টাই

মিলন তৃষ্ণা : কামরান চৌধুরী Read More »

তোমার আদর : কামরান চৌধুরী

এপাশ ওপাশ করে করে ভাঙলো যখন ঘুমতাকিয়ে দেখি নেইতো কাছে অনন্ত আদর চুম।চোখটা বুজে ছিলাম কত তোমায় আদর দেবোপাইনি আর তোমার দেখা আহত হয়েই রবো? দাওনা আদর ভালবাসা একটু নিবির করেমনটা তাতেই ভেসে যাবে পানসি নাওয়ে চড়ে।আহত পাখি আহত হয়ে থাকলে এখন পড়েসুখের নদী শুকিয়ে যাবে অনাদরে অনাদরে। তাইতো বলি ভালোবাসায় রেখোনা কোনোই খাদতুমি আমার

তোমার আদর : কামরান চৌধুরী Read More »

তুমি আমি : কামরান চৌধুরী

আমি রাত্রি আর তুমি দিনআঁধার বুকে আলোর ঋণবহায়ে ধারা আলোক সুধামিটছে প্রাণে অমিত ক্ষুধা।আঁখির পাতে উষ্ণ ধারাতবুও বুক পাগলপারা। গোপন কথা নেই গোপনেপ্রণয় জোয়ার মধু স্বপনে।বুকের কাননে ফোটে ফুলহাসনা, যুঁথি, মিষ্টি বকুল। দীর্ঘ রজনীর দীর্ঘশ্বাসচঞ্চল আজি স্পর্শে উচ্ছ্বাসআবেশ ছড়ায় ভালোবাসায়তৃষ্ণার্ত বুকে সুধা ছড়ায়। পেয়েও তবুও পাই না যেনতৃষ্ণার্ত বুকের শব্দ শোনো।তোমাকে ছোঁয়ার দুরন্ত সাহসআশায় বাঁচে

তুমি আমি : কামরান চৌধুরী Read More »

ভাবনায় তুমি : কামরান চৌধুরী

যতোটা সময় আমি তোমাকে দিইএর চেয়ে কম দিলেতুমি কী ভাববে ?ভালোবাসা কমে গেছে, প্রয়োজন ফুরিয়েছে?তাই কী হয়!তুমি আছো তোমার জায়গায়ভিন্ন রঙে, স্বাদে, রূপে, ঘ্রাণে অনন্য হয়েআমার ভাবনায়, মন জানালায়। সময়ের স্রোতে দিন বদলায়রঙ বদলায়ভালোবাসা কখনো গাঢ়, কখনো ফিকেভালোবাসা কমে না, ফুরায় না।এ ডাল থেকে ও ডালে, ফুল থেকে পাতায় পাতায়শাখায় শাখায় মন ভেসে যায় প্রজাপতির

ভাবনায় তুমি : কামরান চৌধুরী Read More »

নেই যেথায় তুমি : কামরান চৌধুরী

ও চোথের নীল সাগরে, ডুবে ডুবে যাইহৃদয়ের ছোঁয়া সেথায় খুঁজে খুঁজে যাই। একদিন ছিল যেথায় স্বপ্ন বাড়িরঙিন আলো ভরা জীবন তরী।সোনালী দিন আর মায়াবী রাতেহাত ছিল তোমার ঐ দুটি হাতে। স্বপ্ন সুখে সেথায় জলপ্রপাতঘুম ভাঙা চোখে রাঙা প্রভাত।পাখি ডাকা বনানী সবুজের মাঠরাঙা ঠোটে হাসি, কাঁধে ছিল কাঁধ। সেই সুখ ছেড়ে হৃদয়টা ভেঙেচলে গেছো দূরে হাত

নেই যেথায় তুমি : কামরান চৌধুরী Read More »

প্রথম পরিচয় : কামরান চৌধুরী

তোমার তখন বয়স হলো কুড়িযখন আমি পঁচিশ ছুঁইছুঁই করিতোমার মুখে লাবণ্য ঝরে পড়েআমার বুকে যৌবন টগবগ করে।প্রণয়ে তোমার চোখের মণি ঝলমল করেতারুণ্য দীপ্তিতে আমার হৃদয় নড়ে। দেখা হলো মাঘের হিমলাগা ভোরেমিঠে রোদে দেহ উষ্ণতার ক্রোড়েতোমার বন্ধুত্ব বার্তায় হৃদয়ে কড়া নাড়েদু‘জনের চেনাজানা ঘনিষ্ঠতা বাড়ে।ভালোলাগার সুতো একই লাটায়ে ঘুরেপাশাপাশি দুটি ঘুড়ি একই আকাশে ওড়ে। ফাগুনের দিনে দিনে

প্রথম পরিচয় : কামরান চৌধুরী Read More »

ভালোবাসার তাজমহল : কামরান চৌধুরী

বহু বর্ষ আগে ধরণীতে মমতাজে ভালোবেসেপ্রেমের মিনার গড়ে ছিল সম্রাট শাহজাহান।যমুনা কিনারে বেদি পরে শ্বেত মর্মর পাথরেশতত প্রেমের মহাসৌধ এক অমর আখ্যান।দেশ বিদেশের পাথরের গায়ে শৈল্পিক নকশাঅযুত শ্রমিক মিলে মিশে গড়ে তোলে এ ভূবন।শত শত বর্ষ কোটি কোটি প্রেমিক যুগল চিহ্নসেথায় শপথ নেয় তারা হবেনা কভু বিচ্ছিন্ন।দুচোখে বিষ্ময় মুদ্ধতার পরশ নেয় হৃদয়ভালোবাসা সুরা পান করে

ভালোবাসার তাজমহল : কামরান চৌধুরী Read More »

যেতে হবে বহু দূর : কামরান চৌধুরী

পথ বাকি আরো, যেতে হবে বহু দূরসীমানা ছাড়িয়ে যায় মন যত দূর।অতৃপ্ত আত্মার নোঙর ছিড়েছে আজভালোবাসা স্পর্শ ধরতে উন্মুখ রাজ। বয়ে গেছে বেলা, অবহেলা অযতনেততক্ষণ বাঁচা যতক্ষণ পূণ্য মনে।অজেয় স্বপ্নরা, ভিড় করে পথপ্রান্তেঅভিলাষ বড়, ডুবি সুখের অনন্তে। নিসর্গের রস মুগ্ধ নয়নে আশ্রয়বরাভয় দাও ভরসার পোতাশ্রয়।সুস্থ দেহ মনে তোমারই গুণগানযাই যেন করে চিরদিন জয়গান। তৃপ্ত কর

যেতে হবে বহু দূর : কামরান চৌধুরী Read More »

শরতে হলো দেখা : কামরান চৌধুরী

সাদা সাদা মেঘগুলো নীল আকাশে চলছে ভেসে অজানায়প্রজাপতি যুগলের মন ছুঁয়ে ছুটছি তোমার ঠিকানায়।এই শরতেই তার সাথে হয়েছে মিতালী, কাশ বনে একা;নীল শাড়ি পড়ে, পরিপাটি বেশে এসেছিল, নিবিড় সে দেখা। চোখদুটি মুগ্ধ, বাকরুদ্ধ, পরখ করি নির্মল হাসি, চুল,গুইচিচাঁপা খোপাতে জড়ানো, হৃদয় সুবাসিত চুলবুল।দোলে কাশফুল গুল্মলতা, ভ্রমরের ডানা, কাজল কালো ভ্রুদুর্বাঘাসে বসে মুখোমুখি, দু’জনেই আলাপ করেছি

শরতে হলো দেখা : কামরান চৌধুরী Read More »

Scroll to Top