দিয়া জ্বালি মনে : কামরান চৌধুরী
আলোয় আলোয় ভরে ওঠে সন্ধ্যা আকাশনিকষ কালোর মাঝে দেখি তোমার প্রকাশ।যতো আছে পাপ কষ্ট বুকে জ্বলে পুড়ে যাকঅভিমান ক্ষোভ বেদনাশ্রু অনন্তে মিলাক। আকাশ প্রদীপে মুছে নিক জীবনের কালোআতশবাজিতে মুখরিত প্রাণে আনন্দিত আলো।অলিন্দে দাঁড়িয়ে হেমন্তের সুশীতল রাতপরশে তোমার অযুত কষ্টরা নীরবে কুপোকাত। অন্ধকার মাঝে আলোক রশ্মির অনন্ত বিজয়,মন্দ মাঝে ভালো, অজ্ঞতার থেকে জ্ঞানের জয়।দুঃখ মাঝে সুখ, […]
দিয়া জ্বালি মনে : কামরান চৌধুরী Read More »