Spiritual Poem

সত্যের পথে : কামরান চৌধুরী

সত্যের মাঝে সে এক অপূর্ব টান, চুম্বক টানমধুর সৌন্দর্য অনন্ত প্রশান্তি যেথা বহমান।অগণিত ধূলি-কালি মনে মাখে যেন অনুক্ষণঅন্ধকারে লুপ্ত সুপ্ত ম্রিয়মান আলো বিচ্ছুরণ। স্বার্থ আবহ মিথ্যার জাল, ছড়ানো বিছানো পথেআটকা পড়েছি মনের অজান্তে মিথ্যা গাড়ি রথে.সোনালী স্বপ্নের, অন্তরের, মৃত্যু ঘটে মিথ্যা বানেবোঝে না মানুষ, খোঁজে না শান্তি, চাহি বিবেক পানে। অন্তর চাহিদা সে তো চির […]

সত্যের পথে : কামরান চৌধুরী Read More »

এক পথ : কামরান চৌধুরী

আমি দেখতে চাই তোমারেতুমি আছো বলে অন্তরে!গভীর রাত্রির এ আঁধারেচলেছি খুঁজে একাকি তোমারে। খুঁজেছি তোমায় বিজন প্রান্তরেখুঁজেছি তোমায় মনের মন্দিরেপাইনি খুঁজে তবুও কোথাওহতাশ আমি হইনি সেথাও। সুধাব কথা মনের কথাযাচবো আলো ঘুচাবো ব্যাথাখুঁজেছি পথ আলোর পথমনেতে মনে দেখবো পথ।। 5

এক পথ : কামরান চৌধুরী Read More »

Scroll to Top