এখনো তুমি আগের মতো প্রতীক্ষা করো আমায়
কপালে টিপ কানেতে দুল আবির ঠোঁটে জড়াও।
এখনো তুমি সেজেগুজেই অলিন্দে এসে দাঁড়াও
গাছের ভিড়ে ফুলের কাছে মনের কথা জানাও?
গলায় পড়ো মুক্তার মালা নাকের নথ সেথায়
অপূর্ব মুখ বিমুগ্ধে দেখি গলার ভাজ সেটাও।
গানের সুরে কবিতা শুনে হৃদয় সিক্ত আজও
কখনো মনে জাগে কি স্মৃতি, আমার সাথে মেশাও!
চলেছি পথ, অজানা পথ, আলতো ধরা আঙুল
আবেগ প্রেম, কামনা মেশা পানসি ডিঙ্গা ভাসাও।
এখনো তুমি আয়না দেখে চুলেতে দাও আঁচড়
নিপুন ভাঁজে কাপড়গুলো দেহের সাথে মোড়াও।
আনত আঁখি কাজল ভারে কতো না কথা বলছে
একটু ম্লান চোখের জ্যোতি সুখের হাসি উধাও।
মৌমাছি ঘোরে, তোমার পাশে, তেমনি ঘোরে স্মৃতিরা
রক্তের কণা জাগে কি আজো আমার স্পর্শ ছাড়াও।
এখনো তুমি অলিন্দে এসে বিশ্বাস রাখো ফেরার
তাইতো বুক বলছে কেঁদে তরীটি কুলে ভেড়াও।
ছবিতে হাত, জেগেছো রাত একাকী বিনিদ্র কত
ভিজেছে চোখ, কাজল ছোপ পারনি মুছতে তাও,
হাসি কান্নায় সুপ্ত লজ্জায় কাপড়ে লুকাও মুখ
দিনের শেষে রাতের শেষে আমাতেই দৃষ্টি দাও।
২৪ নভেম্বর ২০১৭ ।। শ্যামলী, ঢাকা।। বিবর্ণ গোধূলিতে প্রেক কাব্যগ্রন্থ থেকে নেয়া