কৃষ্ণ প্রেমে ভাবিত গোপিনী সংসার করে ত্যাগ
রাধাকে নিয়েই কৃষ্ণ চলে, গোপিনীর সে কি! অনুরাগ।
যখন ভাংলো তাদের ভুল, কৃষ্ণ স্তবগানে গোপিনীরা মশগুল
মনোবাঞ্চা পূরণে জাগতিক ক্লেশ মুক্তিতে শ্রীকৃষ্ণ ব্যাকুল।
জীবাত্মা থেকে পরমাত্মায় সুখানুভূতি থেকে আধ্যাত্মিকতায়
কামপ্রবৃত্তি থেকে প্রেম বন্দনায়, তাত্ত্বিক রসের কথায় কথায়
অঙ্কিত সুরের ধ্বনি মূর্ছনায়, যপমালায় আরাধনায় আরাধনায়
মায়ার বন্ধন ছিড়ে স্তুতিগানে, অন্তরে অন্তরে শুদ্ধতায় শুদ্ধতায়।
কার্তিকের পূর্ণিমা তিথির ক্ষণে আরাধনায় ধন-মান শ্রীবৃদ্ধি
শ্রীরাধা শ্রীকৃষ্ণ মাহাত্ম স্মরণে দেহ-মন-ঘরে অভূত সমৃদ্ধি।
যদি চাও, চাওয়ার মতো চাও, চুম্বক টানে আকর্ষিত প্রেমে
অন্তরে অন্তরে মিশে মিশে, আবেগে ভালোবেসে উদ্যমে উদ্যমে।
ইচ্ছে ছিলো যাব রাসমেলায় মত্ত হবো তোমার সাথে ভাবলীলায়
ডুব দিব তোমার মনে, পূণ্যস্নানে পূণ্যস্নানে মনস্কামনা পূর্ণতায়।।
চলো না যাই, হারিয়ে যাই, বেলা অবেলায় মৌনতায় নিরবতায়
সুখ-শান্তি অন্বেষায়, মনে মনে রঙে রসে ভালোবাসায় ভালোবাসায় ।।
১৫ নভেম্বর, ২০২৪ । ৩০ কার্তিক ১৪৩১। উত্তরা, ঢাকা।