বায়ান্ন একাত্তরের হাত ধরে এই দেশে
স্বাধীনতা তুমি এলে, বাঙালীর ঘরে ঘরে।
লক্ষ জনতার অশ্রু, রক্তনদী আত্মত্যাগে
বীর জাতি গৌরবের মালা পড়ে হাসি মুখে।
তেইশ বছরে শত নির্যাতন নিষ্পেষণে
ঠেকেছে পিঠ দেয়ালে, একত্র তাই সকলে।
বজ্র কণ্ঠের আহ্বানে বাঁধা প্রাচীর পেড়িয়ে
সাড়ে সাত কোটি প্রাণে আলোক শিখা জ্বলেছে।
এই বসন্তে কোকিল শিকল ছেড়ার গানে
মোহমুগ্ধ করেছিল মুক্তির সুর ছড়িয়ে।
তারপর তারপর… অনেকটা দিন পার
ভালো-মন্দ মানুষের একটা ধ্বনিত সুর
জয় বাংলা স্লোগান মুষ্টিবদ্ধ দুই হাত;
এরপর মুক্তদেশ, আর নিজস্ব পতাকা।
সবুজের সমারোহ বিস্তীর্ণ শস্যের মাঠে
এক-দুই-তিন-চার ফসলী শস্য জমিতে।
চেনা অচেনা ফুলের, প্রজাপতির খেলায়
গাছেতে ফল সুমিষ্ট, পাখিদের কলতান।
মনপ্রাণ উদ্বেলিত উচ্ছ্বসিত রৌদ্রজ্জ্বোল
মুক্তকথা হাসি-গান, চলা লেখা অবারিত।
সবুজ বিপ্লবে ঘোরে কর্ম সমৃদ্ধির চাকা
উন্নতির সোপানে পা, দীপ্ত শপথ চলার।
মস্তিষ্ক আরো উর্বর, শাণিত করা হে বন্ধু
সমৃদ্ধি সম্ভাবনার দ্বার খুলেছে যে আজ।
এসো নবীন প্রবীণ মিলে হই একাকার
মানবতার শপথে জয়গান বাঙলার।
হিংসা দ্বেষ ভুলেই গড়ি এ বাংলাদেশ
অর্জিত স্বাধীনতার হাল ধরি সকলেই।।
৭ মার্চ, ২০১৯।। শ্যামলী, ঢাকা।